আজকাল ওয়েবডেস্ক: ফের ভারতীয় রাজনীতিতে পরিবারতন্ত্র ! বিএসপি প্রধান মায়াবতীর উত্তরসূরি হতে চলেছেন তাঁরই ভাইপো আকাশ আনন্দ। একটি বৈঠকে সেই কথাই বললেন বিএসপি প্রধান। তিনি ইতিমধ্যেই ঘোষণা করেছেন, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড ছাড়া দলের সমস্ত কাজ দেখবেন ভাইপো আকাশ আনন্দ। বিএসপি জাতীয় দল হলেও দেশের বিভিন্ন প্রান্তে তার তেমন প্রভাব নেই। তাই অন্য রাজ্যে দলের সংগঠন বাড়ানোর দায়িত্ব পড়েছে আকাশ আনন্দের কাঁধে। বিএসপি নেতা উদয়বীর সিং জানান, গোটা দেশেই সংগঠন মজবুত করার কাজ করবেন আকাশ। দুয়ারে কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। তার আগে বিএসপি প্রধানের এহেন কাজ এটাই বুঝিয়ে দিয়েছে যে ফের একবার ভারতীয় রাজনীতিতে পরিবারতন্ত্রকে গুরুত্ব দিয়েছে। বেহেনজি এদিন সকলের সামনে আকাশের হাতে দায়িত্ব তুলে দিয়ে সেই ধারণাকেই আবার জোরালো করলেন।
